শিশু নিহা ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর র‌্যাব-১১

ক্রাইমবার্তা রিপোট:আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: ৬ বছরের শিশু নিহার ধর্ষণ মামলার প্রধান আসামী সবুজকে আটক করে লক্ষ্মীপুর র‌্যাব -১১। তাকে আটক করা হয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌরাস্তা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ২ ঘটিকার দিকে।35
গত ১৫ ই নভেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ জিরতলীতে শিশু নিহাকে ধর্ষণ করে  বখাটে সবুজ। পত্র –পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত ১৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, ৯ এর ৪( খ) আসামী সবুজের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা মামলা দায়েল করেন শিশুটির পরিবার। যাহার মামলা নং ২৬। আটক কৃত সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ মধ্য জিরতলী গ্রামের দক্ষিণ হাওলাদার বাড়ির জালাল উদ্দিনের পুত্র । অপর দিকে লক্ষ্মীপুর   র‌্যাব-১১ শুক্রবার বিকেল ৩ টার দিকে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ধর্ষক সবুজকে আটকের বিষয় নিশ্চত করেন ভারপ্রাপ্ত কো: অধিনায়ক এএসপি কলোল কুমার দত্ত।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।