ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ব্যাটে বলে দুই ক্যারিবীয় তারকার নৈপুণ্যে বিপিএলে প্রথম দল হিসেবে দ্বিতীয় পর্ব(সুপার ফোর) নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। আজ শুক্রবার মিরপুরে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে সাকিব আল হাসানের দল
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকার আজকের জয় নিয়ে ১১ ম্যাচে সংগ্রহ ১৬ পয়েন্ট। তাই শেষ ম্যাচ হারলেও পয়েন্ট তালিকার সবার ওপরেই থাকবে রাজধানীর দলটি। সে হিসেবে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চিটাগংকে তাকিয়ে থাকতে হবে নিজেদের ও অন্য দলগুলোর শেষ ম্যাচের ফলাফলের দিকে।
মিরপুরে আজ টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। ৫৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রান করে আউট হন তামিম। শোয়েব মালিক করেন ২৫ বলে ৩৩ রান। তবে দলের অন্য ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কেও পৌছতে পারেননি। তাই তাদের স্কোরটাও বড় হয়নি। ঢাকার বোলারাও এদিন যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছে। টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা ক্রিস গেই চিটাগংয়ের হয়ে ওপেন করতে নেমে ৬ বলে ১ রান করে আউট হয়েছেন স্বদেশী আন্দ্রে রাসেলের বলে। ঢাকার পক্ষে ডোয়াই ব্রাভো ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৪ উইকেট হারায় ঢাকা। তবে এরপর আন্দ্রে রাসেল ও আলাউদ্দিন বাবুর ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল। ১৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩১ রান করেন রাসেল। আলাউদ্দিন বাবুর সংগ্রহ ৩১ বলে ৩৩ রান। এছাড়া ওপেনার কুমার সাঙ্গাকারার ৩৫ বলে ৩৫ রান করেন।