SAMSUNG CAMERA PICTURES

বালুর বদলে মাটি শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশিষ্ট রাস্তায় বালু ফেলছেন ঠিকাদার আজিজ

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল প্রতিনিধি ॥ ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার বর্তমান মহিলা সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটার পিতার বাড়ী স›ধ্যারই গ্রামে যাওয়ার রাস্তাটি সরকারী বরাদ্দে পাকা করনের কাজ চলছে। এ রাস্তাটিতে বালুর বদলে মাটি দিয়ে কাজ চালাচ্ছিলো ঠিকাদার আজিজ। এ বিষয়ে বালুর বদলে মাটি শিরোনামে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক

SAMSUNG CAMERA PICTURES

পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পড়লে সরেজমিনে তদন্ত হয়। রাস্তার মাটি সরিয়ে বালি ফেলার নির্দেশ করা হলেও প্রায় ৪০০ফিট রাস্তাতে মাটি রেখেই অবশিষ্ট রাস্তায় বালু ফেলছেন ঠিকাদার প্রতিষ্ঠানটি। এলাকাবাসি জানান, সংবাদ প্রকাশের পর একটি জিপ গাড়ী এসে দেখে গেছে রাস্তাটি। তারা বলেছেন মাটি তুলে ফেলে বালু দিয়ে রাস্তা করার জন্য। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানটি রাস্তাতে মাটি রেখেই অবশিষ্ট রাস্তায় বালু ফেলছেন তাও আবার কোথাও বালু আবার কোথাও রাবিশ বালু। তবে ঠিকাদার আজিজ ঐ এলাকার আব্দুস সোবহানের বাড়ী থেকে প্রায় ৪০০ফিট রাস্তায় মাটি দিয়েই বালুর কাজটি সেরে ফেলেছেন। ঠিকাদার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন এমন একজন নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন এক ট্রলি বালুর দাম ১ হাজার টাকা আর সেখানে মাটির দাম তার প্রায় অর্ধেক। তাই ঠিকাদার লোক চক্ষুর আড়ালে এ কাজটি করার চেষ্টা করছেন। এছাড়াও ঐ এলাকায় ১ ডিসেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার যে অংশে মাটি দিয়ে ভরাট করা হয়েছিলো সে অংশের উপরে বালু দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এলাকাবাসী ক্ষোভের সাথে অভিযোগ করেন, এ রাস্তাটি এমপির বাড়ী যাওয়ার রাস্তা এখানে যদি অনিয়ম হয় তাহলে তো আর কিছু বলার থাকে না। অন্যদিকে উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আলমের সাথে সংবাদ প্রকাশের পর সরজমিনে তদন্ত গিয়েছিলেন কি না মুঠোফোনে প্রশ্ন করলে তিনি বলেন আমি গিয়েছিলাম আপনি কোথায় আছেন অফিসে আসেনতো আপনার সাথে কথা আছে বলে ফোন কেটে দেন। এলাকাবাসীর দাবী যেহেতু রাস্তার প্রাথমিক কাজেই অনিয়ম হয়েছে তাহলে এ রাস্তাই যদি প্রশাসনের সু-দৃষ্টি না থাকে তবে চরম অনিয়ম দূর্ণীর্তি হবে। ফলে রাস্তাটি হবে নিন্ম-মানের, বছর না পেরুতেই রাস্তার পিচ খোয়া উঠে নষ্ট হয়ে যাবে। তাই এলাকাবাসীর দাবি যেহুতু স্বাধীনতার পরে এবারই আমাদের রাস্তাটি পাকা-করন হচ্ছে। এ কারনে আমরা চাই রাস্তাটি হোক ভালমানের এবং দীর্ঘস্থায়ী। সংশ্লিষ্ট উর্দ্ধতন কৃর্তপক্ষের নিকট রাস্তাটির নির্মান কাজে সু-দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী ।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।