ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পার্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে শুক্রবার রাত ১১টার সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তেরঘর নামক স্থান থেকে ২টি পিস্তল,২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি সহ মুকুল (৪২)নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক করেছে বিজিবি সদস্যরা।সে দৌলতপুর এলাকার মনতাজ উদ্দিনের ছেলে।
২১ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে, কনেল আরিফুর রহমান জানান,গোপন সংবাদে জানতে পারি এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র নিয়ে ভারতের বনগার কালিয়ানি বর্ডার হয়ে তের ঘরের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে । এমন সংবাদে বিজিবির একটি দল তের ঘরের পাশে একটি বাগান অবস্থান নেয় ।পরে রাত ১১টার সময় অস্ত্র ব্যবসায়ী মুকুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ২টি পিস্তল,২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …