ব্যাটিংয়ে শীর্ষে তামিম-বোলিংয়ে নাম্বার ওয়ান নবি

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বিপিএলের চতুর্থ আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে রোববার। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল খেলবে প্লে-অফে। চারটি দল হলো ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস।

এদিকে গ্রুপপর্ব শেষে ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে জিতে নেয় টানা ছয়টি সিরিজ। এর প্রতিফলন দেখা যাচ্ছে, এবারের চলতি বিপিএলেও। সাঙ্গাকারা, স্যামুয়েলস, পেরেরা, ডুয়েন স্মিথদের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানদের পেছনে ফেলে ৪২৫ রান নিয়ে শীর্ষে আছেন তামিম। এর মধ্যে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের।

সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় তামিমের পরে যথাক্রমে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৯ রান), রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ (৩৫০ রান), বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহীম (৩৪১ রান) এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মারলন স্যামুয়েলস (৩৩৪ রান)।

দেখুন এক নজরে-

নাম                                      দল               ম্যাচ             রান

তামিম ইকবাল           চিটাগাং ভাইকিংস           ১২             ৪২৫

মাহমুদউল্লাহ রিয়াদ      খুলনা টাইটান্স               ১২             ৩৬৯

মোহাম্মদ শাহজাদ         রংপুর রাইডার্স              ১১             ৩৫০

মুশফিকুর রহীম             রাজশাহী কিংস             ১২             ৩৪১

মারলন স্যামুয়েলস         চিটাগাং ভাইকিংস          ৮              ৩৩৪

 

শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা। আজ বিরতির পর আগামীকাল থেকে শুরু হবে পরবর্তী ম্যাচগুলো।

এদিকে গ্রুপ পর্বের খেলা শেষে শুরু হয়েছে হিসেব-নিকেশ। ব্যাটিং-বোলিংয়ে সেরা কারা তা নিয়ে আলোচনা চলছে।

ব্যাটিংয়ে সেরা চট্টগ্রামের তামিম ইকবাল। সেরা পাঁচের তিনজনই বাংলাদেশের।

অপরদিকে বোলিংয়ে সেরা আফগানিস্তানের মোহাম্মদ নবি।

ব্যাটিংয়ে টাইগারদের প্রাধান্য থাকলেও বোলিংয়ে বিদেশি তারকাদের আধিক্য বেশি। শীর্ষ পাঁচের চারজনই বিদেশি।

১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষে আফগান তারকা নবি। সমান ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। তৃতীয় অবস্থানে রংপুর রাইডার্সের পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি (১৭), চতুর্থ অবস্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের ডি জে ব্রাভো (১৭) এবং তালিকার পঞ্চম অবস্থানেও রয়েছেন পাকিস্তানের আরেক তারকা পেসার জুনায়েদ খান (১৬)।

শীর্ষ পাঁচ বোলার-

নাম                                        দল                   ম্যাচ          উইকেট

মোহাম্মদ নবি                 চিটাগাং ভাইকিংস              ১২               ১৮

শফিউল ইসলাম              খুলনা টাইটান্স                   ১২               ১৮

শহিদ আফ্রিদি                 রংপুর রাইডার্স                   ১২               ১৭

ডুয়ায়েন ব্রাভো               ঢাকা ডায়নামাইটস               ১১               ১৭

জুনায়েদ খান                 খুলনা টাইটান্স                     ১২               ১৬

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।