ধুলোর শহরের নাম সাতক্ষীরা। উপায় আছে কোন?

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। মানুষের বসবাসের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ এবং চলাচলের জন্য চাই নির্মল বাতাস  কিন্তু সেই বসবাস ও চলাচলের পরিবেশ সাতক্ষীরায় অনুপস্থিত অনেকদিন যাবত। যাদের দামি দামি এসি গাড়ি আছে তারা এ যন্ত্রণা বুঝবে না।  এর মুলকারন হচ্ছে চলাচলের রাস্তা 8পুরোপুরি  অনুপযোগী হওয়া পাশাপাশি যোগ হয়েছে পরিবেশ দুশনকারী প্রচন্ড ধুলাবালি। যার ফলে রাস্তায় বের হওয়া মুশকিল। মানুষের তাগিদেই তাকে বেরহতে হয় জীবন জীবিকার জন্য নতুবা উপায়, পেটতো কারো কথা শোনো না। একবার রাস্তায় বের হলে  ধুলোর সাথে যুদ্ধ করে পথ এগোতে হয়, নষ্ট হয় জামাকাপড়, চোখেমুখে,  চুলে জমছে ধুলো আর ধুলো। বাড়ছে বিভিন্ন ধরনের অজানা রোগব্যাধি গুনতে হচ্ছে ডাক্তারদের টাকা পয়সা পোহাতে হচ্ছে  বিভিন্ন প্রতিবন্ধকতা। এই ডিজিটাল যুগে আমরা সাতক্ষীরাবাসী কেন এতো অবহেলিত প্রশ্ন করেছেন অনেক পথচারী এবং দোকানদার ব্যাবসায়ী। আজ সকালে অফিসে আসার সময় দেখলাম এবং বিগত কয়েকদিন ধরে সাতক্ষীরা শহরে দেখছি রাস্তার দু’পাশের দোকানদারগণ নিজেরা যার যার সামনের রাস্তায় পানি দিয়ে ১০/১৫ মিনিট একটু স্বস্তি পাচ্ছে ধুলোর হাত থেকে, আর বলাবলি করছে সাতক্ষীরায় এই রাস্তা মেরামত হবে কবে এবং পৌরসভার দায়িত্ব কেন সাধারণ ব্যাবসায়ীরা নেবে। ধুলাবালিছাই  রাস্তায় পানি দেওয়া কি পৌরসভার কাজ নাকি জনগনের। শহরের সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে মোজাহার পেট্রোল পাম্পের পাশে অবস্থিত আওয়াল ট্রেডার্স এর ম্যানেজার মো: আলাউদ্দিনসহ কয়েকজন  বলছিলেন ধুলোর জালায় দোকানে বসা যায়না কিভাবে দোকানদারি করবো তাই রাস্তায় যে যার মতো করে পানিরকল বসিয়ে পাইপদিয়ে পানি দিচ্ছে এছাড়া কি কোন উপায় আছে? এই প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ  বিবেকবান মানুষের কাছে করেছেন  ব্যবসায়ীবৃন্দ।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।