ক্রাইমবার্তা রিপোট:নাফনদীর মিয়ানমারের জলসীমায় ৩৫ জন রোহিঙ্গা নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে টেকনাফের স্থানীয় জেলেরা ২ জনকে উদ্ধার করেছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর টেকনাফের ণীলা ইউনিয়নের জাদীমুরার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় জেলে সুমন জানিয়েছেন, রোহিঙ্গা বাহী একটি নৌকা ডুবে যেতে দেখেন তারা। ঘটনার পর সাঁতার কেটে বাংলাদেশের জলসীমায় আসতে দেখে তারা দুই জনকে উদ্ধার করেছে কুলে নিয়ে এসেছে।
উদ্ধার হওয়া রেহেনা নামের এক নারী জানান, মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও মগদের হাতে নির্যাতনের শিকার মংডুর বিভিন্ন গ্রামের ৩০-৩২ জন নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে আশ্রয় নিতে আসছিলেন। একটি নৌকায় করে রাতে নাফ নদী পার হতে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। তাদের আর্তচিৎকারে জেলেরা এসে কয়েকজনকে উদ্ধার করে। তবে বাকিরা কে কোথায় গেছে, কিছুই বলা যাচ্ছে না। নৌকায় তার মা, ভাবী এবং ভাইয়ের ২ শিশু সন্তান ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার জানান, আজ সকালে নৌকা ডুবির ঘটনায় জেলেরা যে দুজনকে উদ্ধার করেছে তাদের কে বিজিবি নিয়ে গেছে।
তবে বিষয়টি সম্পর্কে কোন তথ্য যায়নি বিজিবি ও কোস্টগার্ড কর্মকর্তারা।