ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দোকান ভাংচুর ও লুটপাট

ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ভাতিজীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় তারেক চা দোকানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে সজল ও তার সহযোগীদের বিরুদ্ধে।  মঙ্গলবার দুপুর ২ ঘটিকার দিকে 22লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তারেকুল ইসলাম সাংবাদিদের বলেন, আমার ভাতিজী কাশমীম আক্তার (১৪) লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে সজল  কাশমীম আক্তারকে প্রায় সময় কুপ্রস্তাব দিয়ে আসছে ও যৌন হয়রানি করার চেষ্টা করে। বিষয়টি আমি জানার পর সজলের পরিবারকে বিষয়টি অবগত করি। কিন্তু তাতেও কোনো সুফল পাইনি। তাই নিজেই প্রতিবাদ করি। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে পৌর ৭নং ওয়ার্ডের স্বপনের ছেলে সজল(২০), ইউছুপের ছেলে 23সাগর(২২), শাহ আলমের ছেলে রুবেল(২০), বাবুলের ছেলে সোহেল (২০) ৮ নং ওয়ার্ডের বাবুল মিয়ার ছেলে রাজু(২২) সহ  অর্তকির্তভাবে আমার দোকান ভাংচুর ও লুটপাট করে। এতে আমার দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরতর আহত করে। পরে আমার আত্মচিতকারে  এলাকাবসী ছুটে আসলে সজল তার দলবল নিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শিরা জানান, সজল সহ কয়েকজন ছেলে তারেকের দোকান ভাংচুর করে। তবে কেন বা কি কারনে ভাংচুর করছে তা আমরা জানি না। উল্লেখিত বিষয়ে সজলের মুঠোফোনে একাদিকভার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।