সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলা শিবিরের সাবেক সভাপতি,শহর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম সহ ১৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিজান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের ২৫ জন নেতাকর্মী রয়েছে বলে জানায় পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আটক কৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। ৬ ডিসেম্বর ৬০ জন,৫ ডিসেম্বর ৫৬ জন ও ৪ ডিসেম্বর ৫১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি সাবেক এ শিবির নেতাকে।
জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গত তিন দিনে সাতক্ষীরা সদর থানার পুলিশ ৪৬ জনকে, কলারোয়া থানার পুলিশ ২০ জনকে, তালা থানার পুলিশ ১১ জনকে, কালীগঞ্জ থানার পুলিশ ১৯ জনকে, শ্যামনগর থানার পুলিশ ৪২ জনকে, আশাশুনি থানার পুলিশ ১৭ জনকে, দেবহাটা থানার পুলিশ ৫ জনকে ও পাটকেলঘাটা থানার পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে।
আশাশুনির আনুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদ, শ্যামনগরের ভ্রুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিন্নাৎ বরকন্দাজসহ জামায়াতের কয়েক ডর্জন নেতাকর্মী রয়েছে। এছাড়া টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।