ক্রাইমবার্তা রিপোট:ফরিদপুরে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের জানান, রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে ডাকাতদের মধ্যে গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হবে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে ধারণা করছে পুলিশ।