ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএস নিয়ন্ত্রাধীন সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
বুধবার বিকালে আল-কাইম এলাকার একটি বাজারে হামলা চালানো হয়। এই হামলায় ১২ জন শিশু ও ১৯ জন নারী নিহত হয়েছেন।
প্রাদেশিক সংসদের এক মুখপাত্র দাবী করেন, ইরাকি বিমান বাহিনী ওই হামলা চালায়। তারা ৩টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ৮ জন আইএস জঙ্গি নিহত হয়।
একটি জেট বিমান আইএস এর হেড কোয়ার্টার হিসেবে ব্যবহৃত একটি মসজিদ লক্ষ্য করে মিসাইল ছোড়ে। কিন্তু সেই নিশানা ব্যর্থ হলে হামলার শিকার হন সাধারণ নাগরিকরা।
আইএসের সংবাদ মাধ্যম আমাক দাবি করে, এই হামলার ঘটনায় অন্তত ১২০ জন নিহত হয়েছেন।