দুর্নীতি কমাতে হলে সবার আগে নিজেকে সংশোধন করতে হবে। জেলা প্রশাসক,

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা:বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সচেতন নাগরিক কমিটির (সনাক) সাতক্ষীরার আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  বেগম রোকেয়া দিবস ২০১৬ উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে  একসাথে দুটি বর্নাট্য রেলি আরম্ভ হয়ে সাতক্ষীরার প্রধান প্রধান  সড়ক অতিক্রম করে কালেক্টরেট চত্তরে এসে শেষ হয়।  সেখানে  প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ডেপুটি কমিশনার আবুল কাশেম মোঃ মহিউদ্দিন তিনি বলেন দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে নিজেকে সংশোধন করতে হবে। এটার কোন বিকল্প নেই।  বর্তমানে সরকারি ভাবে দুর্নীতির বিপক্ষে অনেক কার্যক্রম শুরু হয়েছে। যেমন অনেক টেন্ডারের  ক্ষেত্রে ই-টেন্ডার সার্ভিস চালু হয়েছে যার ফলে দুর্নীতি করার সুযোগ থাকছে না। এছাড়া আগে অনেক সরকারি  অফিসে ফাইল আটকা পড়ে থাকতো বর্তমানে সেই সুযোগ আর নেই কারন সেগুলো অনলাইনের মাধ্যমে সরকারের উদ্ধর্তন কর্মকর্তাসহ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবিষয়ে পদক্ষেপ নিচ্ছে। যদি কেউ বা কোন অফিসার মনের ভুলে বা ব্যস্ততার কারনেও ফাইল আটকে রাখে সেটাও অনলাইনের মাধ্যমে নজরে আসছে এবং তার বিরুদ্ধে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে , একদিনে দুর্নীতি বন্ধ হবেনা  ধিরে ধিরে দুর্নীতির আগ্রাসন ধ্বংস হবে। তিনি আরও বলেন আসলে নীতির বাইরে সকল কাজই দুর্নীতি। আজকাল 11অনেক ক্ষেত্রেই দুর্নীতির উপস্থিতি লক্ষ করা যায় এজন্য আমাদের সকলের চেষ্টায় দুর্নীতি সমূলে উৎখাত না করতে পারলেও দুর্নীতি একটা সহনীয় পর্যায়ে যাবে আশা রাখি। বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনি বলেন  আমরা চাই আমাদের সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি ও নারী নির্যাতন চিরতরে বন্ধ হোক। এই দুটি অনুষ্ঠানে বরসা, স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, টিআইবি, ব্র্যাক,  সুশীলনসহ দুই শতাধিক সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে পাচজন নারীকে  বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ  জয়িতা ক্রেস্ট সম্মাননা প্রদান করা।

Please follow and like us:

Check Also

পুষ্টিগুণে ভরপূর কাঁচা আম: ঝড়ের-শঙ্কায় কাঁচা আম ভাঙছে সাতক্ষীরার চাষিরা

আমজাত পণ্য আমদানি বন্ধের দাবী আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ ঝড়ের-শঙ্কা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের ব্র্যান্ডিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।