ক্রাইমবার্তা রিপোট: পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৬ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।শুক্রবার দুপুরে সদর উপজেলার মোহনপুর থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোমরেজ বাদী হয়ে মামলাটি করেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুর রউফ সরদারের ছেলে জাহিদ হাসান ও ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন।
সদর থানার সেকেন্ড অফিসার আবুল কালাম জানান, বৃহস্পতিবার বিকালে মাদক মামলার আসামি নাসির ও কুদ্দুসকে গ্রেফতারে সদর উপজেলার মোহনপুর এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান এসআই মোমরেজ। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় এসআই মোমরেজ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …