ক্রাইমবার্তা রিপোট:জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মায়ানমারে রহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে ঘন্টকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। সুজন সুশাসনের জন্য নগরিক নওগাঁ জেলা কমিটি এর আয়োজন করেন। সুজন সুশাসনের জন্য নগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন নওগাঁর প্রবিন সাংবাদিক নবির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি নাসির আহম্মেদ, সাধরণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মায়ানমারে রহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যা বন্ধ করার আহবান জানান।
নওগাঁ জেলায় ৩ লাখ ৩৮ হাজার ৫শ ৬৮ শিশুকে ভিটামিন এ প¬াস ক্যাপসুল খাওয়ানো হেেয়ছে
জি,এম মিঠন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় ২ হাজার ৬শ ১১টি কেন্দ্রে প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের ৩ লাখ ৩৮ হাজার ৫শ ৬৮ জন শিশুকে ভিটামিন ’এ’ প্লা¬াস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ বছর বয়সের ৩ লাখ ৫ হাজার ৫শ ৩৪ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স এ জাতীয় ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইন’১৬ দ্বিতীয় রাউন্ড এ ক্যাপসুল খায়িয়ে উদ্বোধন করেন জেলা বি এম এ এর সভাপতি ডঃ হাবিবুর রহমান। এ সময় নওগাঁ’র ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মাহফুজুর রহমান সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।