সাতক্ষীরায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ক্রাইমবার্তা রিপোট:শেখ কামরুল ইসলাম : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা আমতলা মোড়স্থ সূর্যের হাসি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। শিশুদের মুখে ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশিদা বেগম ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ সাবেরা সুলতানা, ডাঃ মাসুদুর রশীদ, ক্লিনিক ম্যানেজার মোঃ মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ হালিমা খাতুন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, ইপিআই সুপার সন্তোষ কুমার সানা প্রমুখ।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২০৩১টি টিকাদান কেন্দ্রে ২লক্ষ ৩২হাজার ৪শ ৯৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২৪ হাজার ৪শ ৪১জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ২লক্ষ ৮ হাজার ৫৬ জন। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সাতক্ষীরা পৌরসভার মধ্যে ২৫টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৫৬৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪২৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

8

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের র‌্যালি ও আলোচন
শেখ কামরুল ইসলাম ঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরাতন আইনজীবী ভবনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়। পরে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. হাদিউজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহা সচিব শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুর রশিদ, শাহিদা সুলতানাসহ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন জেলা শাখার আয়োজনে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাকিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. সাইফুল আলম, এড. সরদার সাইফ, এড. তোহা কামাল উদ্দিন হীরা প্রমুখ। এছাড়া ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক এস.এম আব্দুর রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মনিরুজ্জামান, সুমন হোসেন, পার্থ, আব্দুল হাকিম, মনিরুল ইসলাম, অমল সরকার, বকুল হোসেন, আব্দুল্লাহ, ফারুক আহম্মেদ প্রমুখ।

 

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।