ক্রাইমবার্তা রিপোট:নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়র্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তবে একিই সাথে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন দেয়ার ব্যাপারে সরকারের সদিচ্ছা থাকলে সেনাবাহিনী মোতায়েন না করে তা করা সম্ভব।
আজ তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন। এতে অন্যদের মধ্যে পার্টির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বহ্নিশিখা জামালীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাইফুল হক অবিলম্বে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীদের সমান সুযোগের দাবি জানিয়ে বলেন, বিরোধী দলীয় প্রার্থীদের সমস্ত এজেন্ট,ভোটার ও সমর্থকদের প্রত্যক্ষ ও পরোক্ষ হয়রানি,চাপপ্রয়োগ.হুমকি প্রদর্শণ বন্ধ করতে হবে। তিনি নির্বাচনের সাথে সংশ্লিস্ট পক্ষপাতদুষ্ঠু প্রশাসনিকসহ সকল ধরণের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানান। তিনি ভোটকেন্দ গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচনের আগের রাত থেকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।
আগামী ২২ ডিসেম্বর ২০১৬ অনুষ্ঠিতব্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের বিপ্লবী ওয়র্কার্স পার্টির মনোনীত প্রার্থী, শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ‘কোদাল’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।