ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মিসরের রাজধানী কায়রোতে একটি কপটিক ক্যাথেড্রালে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, একটি অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণটি ঘটে। এতে আরো ৩৫ জন আহত হয়। স্থানীয় সময় সকাল ১০টায় বিস্ফোরণটি ঘটে। এখন পর্যন্ত কোনো গ্রুপ এর দায়দায়িত্ব স্বীকার করেনি।
মিসরের সংখ্যালঘু অর্থোডক্স খিস্টানদের অন্যতম উপাসনালয় এই চার্চ। মিসরের মোট জনসংখ্যার ১০ ভাগ এই সম্প্রদায়ের সদস্য।
কপটিক চার্চের মুখপাত্র বুলিস হালিম বলেন, বিস্ফোরণে চার্চটির একটি অংশ ধসে গেছে।