ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় আগুন আতঙ্কে কারখানা থেকে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার বিকন নিটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬০ জনকে গাজীপুরের শহীদ তাজ উদ্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এরা হলেন মায়া (৩০), মৌসুমি (২৫), নিলুফা (২৫), অজ্ঞাত (২৫) ও রমিছা (২০)। এছাড়া গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সরমিলা (২২), রেখা (৩৫) সাজনীন (৩০) পপি (২৫) নূর জাহান (৩৪), সামসুন নাহার (৩১) জরিনা (৩০) মোমেনা (৩৭)সহ ২০ জনকে ভর্তি এবং অন্যদের এ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
কারখানার অপারেটর মোঃ বায়েজিত হোসেন জানান, সকাল পৌণে ৯টার দিকে নয়তলা বিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় সর্কসার্কিট হয়ে আগুন ধরে যায়। এসময় বিকট শব্দ হয়।তাৎক্ষনিক ভাবে ওই আগুন নিয়ন্ত্রনে নেয় শ্রুমকরা। এ সময় কারাখানার ফায়ার সাইরেন বাজানো হয়। সাইরেনের শব্দ পেয়ে তারাহুড়া করে সিড়ি দিয়ে নামতে গিয়ে শ্রমিকরা আহত হন।
জয়দেবপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯টার দিকে এ স্টেশন সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এ স্টেশনের স্টেশন অফিসার মো: হাসিবুল ইসলাম জানান, আগুন লাগেনি। বিদ্যুতের লাইনে স্পার্কিয়ের ঘটনা ঘটেছে। আমরা গিয়ে আহত পাই নি। তবে আহত হবার খবর লোকমুখে শুনেছি।