তিন খানকে হিন্দুধর্ম গ্রহণে বাধ্য করা হবে’

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:শাহরুখ খান, আমির খান ও সাইফ আলি খান যদি ইসলাম ধর্ম না ছাড়েন তাহলে তাদের অপহরণ করা হবে। এই হুমকি দিয়েছেন বিগ বস ১০-এর প্রতিযোগী স্বামী ওম।

স্বামী ওম এর ভাষ্য, ‘প্রথমে ওই খানদের ভাল করে বোঝানো হবে, আর তাতে যদি কাজ না হয়, তবে অপহরণ করে তাদের হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করা হবে।’1481861936

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে স্বামী ওমকে বলেন, ‘শর্মিলা ঠাকুর এবং কারিনা কাপুর শুধু অর্থের লোভে মনসুর আলি পাতৌদি ও সাইফকে বিয়ে করেন। শুধু শর্মিলা, কারিনাই নন, শাহরুখ খানের স্ত্রী গৌরিও বাদ যাননি স্বামী ওমের হুমকি থেকে।

তার দাবি, শাহরুখ সুপারস্টার হবেন, সেটা তিনি আগেই জানিয়েছিলেন। আর সেই ‘লোভে’ গৌরি শাহরুখকে বিয়ে করেন। শুধু তাই নয়, শাহরুখ, সাইফ বা আমির প্রত্যেকেই হিন্দু মেয়ের সঙ্গ পাওয়ার ‘লোভে’ বিয়ে করেন।

1481861937_0আর তাই এবার বলিউডের খানদের হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে বলে হুমকি দেন স্বামী ওম।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।