নারায়ণগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে – মেজর (অব.) হাফিজ উদ্দিন

ক্রাইমবার্তা রিপোট:: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন,‘বাংলাদেশের মানুষ গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। নাসিক নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে এলডিপির মেয়র প্রার্থী কামাল প্রধানের প্রার্থিতা প্রত্যাহার সেই জোয়ারকে বিজয়ের পথে নিয়ে যাবে।’

শনিবার দুপুরে বিএনপি’র প্রার্থীর মিডিয়া সেলে এলডিপি’র মেয়র প্রার্থী হাজী কামাল প্রধান এর প্রার্থীতা প্রত্যাহার উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।23

হাফিজ উদ্দিন বলেন,‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেখানে পুলিশ ভোট দিয়েছে। আমরা দেখেছি গাইবান্ধায় সাওতাঁল পল্লীতেও পুলিশ আগুন দিয়ে নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে।  দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থায় আগামী ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনের ভোট মানুষ দিতে পারবে কী না সেটা নিয়েও সন্দিহান। সরকারী আনুকুল্য ব্যক্তি পরিবেশকে বিঘœ করার চেষ্টা করছেন। তবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে ও ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরি।’

তিনি আরও বলেন, গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিল। তখন নির্বাচন কমিশনও সেনা চেয়ে সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন হয়নি। এবার আবার ওই প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন না। তবে আমরা আশা করি বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুস সালাম ও অ্যাড. তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক-খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-সাবেক এমপি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা সেলিমুজ্জামান সেলিম, হাসান মাহমুদ, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব দলের সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, কেন্দ্রীয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম ও রূপগঞ্জ থানা যুব দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক খোকন প্রমুখ।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।