ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৩০ সেনা নিহত

রোববার ভোরে ইয়েমের উত্তর-পূর্বাঞ্চলে সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়- এএফপি

রোববার ভোরে ইয়েমের উত্তর-পূর্বাঞ্চলে সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়- এএফপি
অনলাইন ডেস্ক
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে আত্মঘাতী বোমা হামলায় দেশটির অন্তত ৩০ জন সৈন্য নিহত হয়েছে।
দেশটির কর্মকর্তা ও চিকিৎসকদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এডেনের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের একটি ঘাঁটিতে রোববার এ হামলা চালানো হয়। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।