ইয়েমেনে আত্মঘাতী হামলায় ৩০ সেনা নিহত

রোববার ভোরে ইয়েমের উত্তর-পূর্বাঞ্চলে সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়- এএফপি

রোববার ভোরে ইয়েমের উত্তর-পূর্বাঞ্চলে সেনাদের একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা হয়- এএফপি
অনলাইন ডেস্ক
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় নগরী এডেনে আত্মঘাতী বোমা হামলায় দেশটির অন্তত ৩০ জন সৈন্য নিহত হয়েছে।
দেশটির কর্মকর্তা ও চিকিৎসকদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এডেনের উত্তর-পূর্বাঞ্চলে সৈন্যদের একটি ঘাঁটিতে রোববার এ হামলা চালানো হয়। হামলাকারী সৈন্যদের একটি জমায়েতে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।