তালায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম- ৫

আকবর হোসেন,তালা : তালা উপজেলার ১৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ ঘটিকার সময় ইসলামকাটি ইউনিয়নে ইসলামকাটি শেখ পাড়ায় জমিজমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর জখম হয়েছে । তাদেরকে তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।29
একই এলাকার শেখ হেকমত আলীর পুত্র শেখ আব্দুল আলিম(৪৫) এবং মৃত আঃ জলিল শেখের পুত্র মোঃ রবিউল ইসলাম(২৯) জানায়,গত ১৬ ডিসেম্বর শুক্রবারে পারিবারিক জমিজমা বন্ঠনের জন্য আব্দুল আজিজ গং এবং  তার চাচাতো ভাই মিরাজ শেখ গংদের সম্পত্তি আমিন দ্বারা মাপেন ।  সে সময়  আজিজ গং দের আঃ আজিজ ছাড়া অন্য কেউ বাড়ীতে ছিলনা, তারা সবাই মুড়াকুলিয়া একটি বিবাহের অনুষ্টানে ছিল । ১৭ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার দিকে আমিনুল ইসলাম জমিতে খুটো মারার বিষয় তার চাচির কাছে জানতে চাইলে, উভয়ের মধ্যে বাকবিতান্ডার সময় প্রতিপক্ষের একজন আমিনুল ইসলামকে আঘাত করে ।এর পরে উভয়ে জানাজানির হলে ২পক্ষ একসাথে হলে মিরাজ শেখ,আফতাব শেখ,জিবারুল শেখ উভয়- পিতা মৃত জাফর শেখ,  টিপু শেখ,মিন্টু শেখ ও রাজু শেখ- উভয় পিতা মিরাজ শেখ,রহিম শেখ, পিতা লিয়াকত শেখ এবং হামিদুল শেখ পিতা ফজলুর রহমান উভয়ে মিলে শেখ আব্দুল আজিজ(৫৫),শেখ আমিনুল ইসলাম(৪০) উভয় পিতা-মৃত নসিম উদ্দিন শেখ রফিকুল ইসলাম(৪৬) পিতাঃ ফজলু শেখ, শেখ আনিছুর রহমান(৩০) পিতাঃ হেকমত শেখকে এলো পাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে । এর ভিতরে মোঃ আমিনুল ইসলাম সহকারী পরিচালক কৃষি-ঝিনাইদহতে চাকুরী করেন । ছুটি শেষে তিনি কর্মস্থলে যাওয়ার প্রক্কালে গুরুতর আহত হন ।  উল্লেখ্য য়ে, আঃ আজিজ গংদের যারা গুরুতর জখম করেছে তাদের দৃষ্টান্তমৃলক শাস্তির জন্য বাংলাদেশ আ.লীগ তালা উপজেলার পক্ষথেকে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে এক বিক্ষোপ মিছিল বের করে, তালা থানায় অফিসার ইনচার্জ মোঃ ছগীর মিয়াকে বিষয়টি অবহিত করেন এবং এহেন ঘটনার জন্য দূষিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । উক্ত মিছিলে সাতক্ষীরা আ.লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু,তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিউর রহমানসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । স্থানীয় জনগন ও নেতৃবৃন্দ মনে করে কোন অদৃশ্য শক্তির বলে আঃ আজিজদের উপর এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।