ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ডায়না চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়েনের শাখা সভাপতি শুশান্ত ওঝার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান,ইবি শাখা ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি লিটন চন্দ্র রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুজন বিপ্লব বিশ্বাস,শামসুল ইসলাম মারুফ প্রমুখ।
এসময় বক্তারা বিশ্ববিদ্যালয় অনুষদ উন্নয়ন, হল ফি বৃদ্ধি, ভর্তি ফর্ম ফি বৃদ্ধিসহ নামে বেনামে নানা ফি বৃদ্ধি বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি শাখা ছাত্র ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরদার।
অর্থ কেলেঙ্কারীর দায়ে ইবি কর্মকর্তা বহিষ্কার
ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় টেলিফোন অফিসের উপ-প্রধান প্রকৌশলী মোঃ তৈমুর রেজা তুহিনকে অর্থ কেলেঙ্কারীর দায়ে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয় রাতে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন কোম্পানির মোবাইল টাওয়ারের বীল খতিয়ে দেখতে প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গঠন করা হলে মোঃ তৈমুর রেজা তুহিন তার ব্যাংক একাউন্ট থেকে ৩ লাখ ৩৩হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দেন বলে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা থেকে জানা গেছে।
কমিটি বিশ্ববিদ্যালয় টেলিফোন অফিসের উপ-প্রধান প্রকৌশলী মোঃ তৈমুর রেজা তুহিনকে মোবাইল টাওয়ারের পূর্বোক্ত ভাড়া আদায় ও বিশ্ববিদ্যালয় তহবিলে অর্থ জমা সংক্রান্ত বিষয়ে গুরুতর অনিয়োমের প্রমান সাপেক্ষে প্রতিবেদন দাখিল করে। তদন্ত সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করতে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ভিসি তাকে সাময়িক বাহিষ্কার করেন।
তবে চুড়ান্ত রিপোর্টে আলোকে তার বিরুদ্ধে চুড়ান্ত আদেশ কার্যকর করা হবে। চুড়ান্ত প্রতিবেদন দেয়া পর্যন্ত তিনি ওই বধি মোতাবেক জীবন ধারন ভাতা পাবেন।