আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে তালায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন না বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থী। সে ক্ষেত্রে এ নির্বাচন আওয়ামী লীগ প্রার্থীর সাথে আওয়ামী লীগ প্রার্থীর লড়াই হচ্ছে। নির্বাচনকে ঘিরে জেলাব্যাপী ইউপি সদস্যদের কদর বেড়েছে।
তালা উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে দুটি থানার মোট ভোটার ১৫০ আশাশুনি উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও তালা উপজেলা নিয়ে সংরক্ষিত ৫নং এলাকায় নারী সদস্য নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়েছে। মোট ভোটার ২১৫জন। এলাকায় সংরক্ষিত নারী সদস্য পদে সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিলা ইসলাম জুই(দেয়াল ঘড়ি) খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শিপা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুরশীদা পারভীন পাপড়ী (হরিণ), সাবেক তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল), মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম) তালা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী হোসনেয়ারা বেগম (বই) সংরক্ষিত মহিলা সদস্য পদে শাকিলা ইসলাম জুই ও মুরশিদা পারভীন পাপড়ির মধ্যে প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে জয়লাভের লক্ষ্যে সকল প্রার্থী গণসংযোগ অব্যাহত রেখেছেন।