নাসিকে ‘শান্তিপূর্ণ’ ভোটগ্রহণ চলছে

ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ বা খবর পাওয়া যায়নি। তবে কোনো কোনো ভোট কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ করেছেন ভোটাররা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র ঘুরে সরেজমিনে দেখা গেছে, শীতের সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়তে থাকে। ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মিজমিজি পাইনাদী ফাজিল মাদ্রাসার ১ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এটা রেয়ার কেস।’

কোনো চাপ আছে কী-না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হচ্ছে না।’

৯৮ নং পাইনাদী সরকারী প্রথমিক বিদ্যালয়ে দয়িত্বরত পুলিশের উপ পরিদর্শক নুর হোসেন বলেন, ‘কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনাও নেই। খুব শান্তিপূর্ণ ভোটে চলছে।’

মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালেয় কেন্দ্র ভোট দিতে আসেন ১০১ বছর বয়সী এক প্রবীণ ভোটার। কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘ভোট অনেক ভালো লাগছে, পরিবেশ ভালো। আমি অনেক বার ভোট দিয়েছি। এবারের ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ভালো।’

এসময় তিনি তার বয়স নিয়েও রসিকতা করেন। বয়স জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, এক বছর (১০১ বছর)।

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।