নির্যাতিত মানুষের স্বাস্থ্য সেবা দিতে যেটা দরকার সব করব তালায় মানব পাচার রোধে এক আলোচনা সভায় ডাক্তার প্রতাপ কুমার কাশ্যপী

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ২২ ডিসেম্বর সকালে রুপান্তরের আয়োজনে আই ও এম এর অর্থায়নে রুপান্তর পরিচালক মোঃ মিজানুর রহমানের পরিচালনায়, তালা উপজেলা হেলর্থ কমপ্লেক্সে তালায় মানব পাচার রোধে এবং দালাল চক্রের হাতে পড়ে নির্যাতিত দৈহিক ও শারিরীক ভাবে অত্যাচারিত অসহায় মানুষকে সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্টানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্টানে ভিডিও কনফরেন্স এর মাধ্যমে রুপান্তরের কার্যপরিধি সম্পর্কে ধারনা দেন আই ও এম এর ঢাকা প্রতিনিধি শুভ্র প্রকাশ দে । তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতাপ কুমার কাশ্যপীর সভাপতিতে উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা অধির কুমার দাশ, বিআরডিবির কর্মকর্তা মোঃ আরিফুল হক, তালা উপজেলার ১২ ইউনিয়নের ইউপির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন,সরদার 31জাকির হোসেন,এম মফিদুল হক লিটু,মোঃ রফিকুল ইসলাম,মোঃ রাজিব হোসেন রাজু,মোঃ আজিজুর রহমান রাজু, মোঃ জাহাংগীর আলম,ডাক্তার রাজিব হোসেন,ডাক্তার বর্ণা দাশ,মীর জিল্লুর রহমান,হেড এ্যাসিষ্টেন্ট হাফিজুর রহমান, রুপান্তরের স্থানীয় উপজেলা প্রতিনিধি উত্তম বাবু,সাংবাদিক আব্দুল আলিম,সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক আকবর হোসেন সহ প্রজেক্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । উক্ত অনুষ্টানে রুপান্তর পরিচালক মোঃ মিজানুর রহমান এবং আই ও এম এর ঢাকা প্রতিনিধি শুভ্র প্রকাশ দে বলেন,রুপান্তর অসহায় মানুষকে সেবা দিয়ে থাকে। যখন কোন পাচার হওয়া ব্যাক্তি আমাদের কাছে আসে তখন আমরা হাসপাতালের সাহায্য নিয়ে সরকারীভাবে যে চিকিৎসা আছে, সেটা ছাড়াও প্রয়োাজনীয় ঔষধ বাহির হতে কিনে দেই ।  রুপান্তরের পক্ষ হতে জানুয়ারী ২০১৬ হতে ডিসেম্বর ২০১৬  পর্যন্ত ৩৩৫ জন মানব পাচারের স্বীকার ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে । এর মধ্যে মহিলা ২৯৭ জন এবং পুরুষ ৩৮ জন । তাছাড়া মানবপাচার রোধকল্পে গনসচেতনা মুলক ৬৭২ টি উঠান বৈঠাক করা হয়েছে ।  পরিশেষে সভাপতির বক্তব্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতাপ কুমার কাশ্যপী বলেন আমরা ডাক্তাররা নির্যাতিত ও অসহায় মানুষকে সেবা দিতে যা যা করার প্রয়োজন সেটা করব ।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ ছগীর মিয়া বদলী এবং নতুন অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমানের দায়িত্ব গ্রহন
মোঃ আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে অফিসার ইনচার্জ মোঃ ছগীর মিঞ্জা, তালা থানায় ১ বৎসর যাবত অত্যান্ত সুনামের সহিত চাকুরী করে ঢাকায় বদলী হয়েছেন এবং তার পরিবর্তে তালা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোঃ হাসান হাফিজুর রহমান । তিনি ঝিনাহদহে অত্যান্ত সুনামের সহিত চাকুরী করে গত ৬ মাস পূর্বে সাতক্ষীরা বদলী হয়ে আসেন এবং সেখান হতে ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছেন ।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।