ক্রাইমবার্তা রিপোট: ফিরোজ হোসেন ঃ যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায়া যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে শিক্ষক,আইনজীবি,সাংবাদিক,ইমাম এনজিও,নাট্যকর্মী.ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বন্ধনের নির্বাহী সম্পাদক মোঃ মুছা করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্ত্য রাখেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা নাট্য সংস্থার পরিচালক প্রান নাথ দাশ,ঊষার নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা,ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিক, দৈনিক যুগের বার্তার ষ্টাফ রিপোটার আব্দুল্লাহ আল মামুন,দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক ফিরোজ হোসেন,দেনিক কাফেলার শহর প্রতি শেখ কামরুল ইসলাম,ইমাম হাফেজ আব্দুল হাকিম প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যক্ষ্মা রোগ একটি প্রাচীন রোগ।বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি এর আক্রমনে বহু লোকের মৃত্যু হচ্ছে। এর থেকে রক্ষার একমাত্র উপয় তিন সপ্তাহার বেশি কাশি হলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে কফ পরীক্ষা করা। সেই সাথে জনগনকে জানাতে হবে যক্ষ রোগের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত বিনা মূল্যে প্রতিটি সরকারী হাসপাতাল করে থাকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয যক্ষ্মা নিরোধ সমিতির স্যোসাল মোবিলাইজার জাহাঙ্গীর আলম।
সমাপ্ত হলো সাতক্ষীরার দৃশ্যবর্ণা “অন্যরকম” নাটকের স্যুটিং
নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরার তালা, সরুলিয়া অঞ্চলের দৃশবর্ণা চিত্রায়িত “অন্যরকম” নাটকের স্যুটিং সমাপ্ত হযেছে। নাট্যকর মোঃ মুছা করিমের পরিচালনায় এ নাটকটি খুব শীঘ্রয় জাতীয় টিবি পর্দায় সম্প্রচার হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুপুর,ফারুক হোসেন, সোবহান আমিন,সন্দিব তাপস,তপু মন্ডল,আব্দুল্লাহ আল মামুন,ছন্দা রানী,দিনেশ কল্যান ঘোষ,আঃ হমিদ প্রমুখ।