ক্রাইমবার্তা রিপোট:বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা চার দিন বন্ধ থাকার পর আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে খুলে দেওয়া হয়। শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন। কোথাও কোনো অসন্তেষের ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পোশাকশ্রমিকদের আজ (সোমবার) সকাল থেকে কারখানায় যোগ দিতে অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, বন্ধ কারখানাগুলো খুলেছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সপ্তাহকাল বিক্ষোভের পর গত সোমবার আশুলিয়ার ২৫ কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
এরপর কয়েকজন মন্ত্রী কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারা বিফল হলে মঙ্গলবার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।