শফিউল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

ক্রাইমবার্তা রিপোট:২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে অধ্যাপক ডা: নাজিউর রহমানের তত্ত্বাবধানে আছেন। এর আগেও দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রধান।

প্রধানের ব্যক্তিগত সহকারী শেখ ফরিদউদ্দিন নয়া দিগন্তকে জানান, জাগপা সভাপতিকে সকাল সাড়ে এগারটার দিকে হার্টের বর্তমান অবস্থার জানান জন্য এনজিওগ্রাম করার জন্য নেয়া হয়েছে। এনজিওগ্রাম রিপোর্টের পর জানান যাবে তার সর্বশেষ অবস্থা।

শফিউল আলম প্রধানের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিনী অধ্যাপিকা রেহেনা প্রধান ও জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।