ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত প্রমিলা সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আফগানিস্তানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা।
এদিন লাল-সবুজের জয়ে বড় ভূমিকা রেখেছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি একাই করেছেন পাঁচটি গোল।
শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। একের পর এক গোল করে তারা বিপর্যস্ত করে দেয় আফগার নারীদের। প্রথমার্ধেই আফগানদের জালে চারটি গোল জড়ান অধিনায়ক সাবিনা। গোলগুলো তিনি করেন যথাক্রমে ম্যাচের ৬, ১৫, ৪০ ও ৪৪ মিনিটে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮ মিনিটে নিজের ও দলের পঞ্চম গোলটি করেন ফরোয়ার্ড সাবিনা। এছাড়া, ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল করেন স্বপ্না।
এদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। আর প্রথম ম্যাচেই বড় জয় পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেই সুবাদে, আগামী ৩১ ডিসেম্বর সেমিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।