৫ জানুয়ারি কর্মসূচি পালিত হবেই: রিজভী

ক্রাইমবার্তা রিপোট: ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি বিএনপি পালন করবেই বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  32ওইদিন রাজপথে নামতে না দেয়া হবে না- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।  তিনি বলেন, দলের পক্ষ থেকে আমরা ৫ জানুয়ারি সারা দেশে মহানগর ও জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণের যে কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হবেই। আমাদের জেলা নেতৃবৃন্দ সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। সকল নেতা-কর্মীর সমন্বয়ে একটি সাফল্যমণ্ডিত কর্মসূচি হবে।  আর ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারি সমাবেশও হবে বলে জানান তিনি।  তিনি বলেন, রাজপথে নামতে দেয়া হবে না- এটাই তো গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত। নামতে দেবেন না কেন? ওইটা যদি গণতান্ত্রিক ভোট হয়ে থাকে, তাহলে তো গণতন্ত্র মানেই সমাবেশ, গণতন্ত্র মানেই তো মিছিল।  আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা অগণতান্ত্রিক শক্তি, যারা ভীত-সন্ত্রস্ত্র, তারাই জনগণের মিছিল দেখলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে, ভয় পায়।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।