ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: পারল না বাংলাদেশ। ৮ উইকেটে জিতল নিউজিল্যান্ড।
দুটি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি একা ব্লাকক্যাপসদের পতন ঘটাতে পারলেন না। শুরুতেই আঘাত হানেন তিনি। সাজঘরে পাঠান উদ্বোধনী ব্যাটসম্যান টম লেথামকে।
এরপর দীর্ঘ বিরতি। কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম জুটি ধীরে ধীরে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এই দুর্ধর্ষ জুটির সংগ্রহ যখন ১৯৫ রান। তখন বল হাতে ফিরে আসেন মোস্তাফিজ।
ব্রেকথ্রু এনে দেন হাসি মুখের এই ঘাতক। সাজঘরে ফিরেন নেইল ব্রুম। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। এর পর আর উইকেটের পতন হয়নি।
৮ উইকেট হাতে রেখেই জয়লাভ করে ব্লাক ক্যাপসরা।
এর আগে বাংলাদেশ সময় ভোরে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করে তারা। সর্বোচ্চ ৫৯ রান করেন তামিম ইকবাল। এছাড়া ইমরুল কায়েস এবং নুরুল হাসান সোহান দু’জনেই করেন ৪৪ রান করে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হারল বাংলাদেশ।