নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই অনেকটা ভালো অবস্থায় থেকেও সাফল্য অর্জন করতে পারেনি বাংলাদেশ। এজন্য দায়টা বেশিই ছিল মিডল ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের দ্বায়িত্বহীন ব্যাটিং। পাশাপাশি ফিল্ডিংও হয়েছে মানহীন। ফলে ওয়ানডে সিরিজে শুধুমাত্র হারই নয়, হোয়াইট ওয়াশের লজ্জাটাও মুখে মাখতে হয় টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড শুভাগত হোম ও তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। এছাড়া স্কোয়াডে আছেন অফ-ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকার। গেল এক বছর ধরে নিজেকে ফর্মহীনতায় ভুগছেন সৌম্য। গতবছর ঘরোয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগেও (বিপিএল) রানের দেখা পাননি তিনি। তবে বিপিএলে ভালো পারফরমেন্স করলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ হয়নি পেসার রুবেল হোসেনের। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের স্কোয়াডে আছেন রুবেল। ওয়ানডে তে ভালো পারপর্ম করতে না পারলেও, বাংলাদেশ তাকিয়ে থাকবে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮৪ রান ও ৫ উইকেট নেন সাকিব। তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব। গতকাল সংবাদ মাধ্যমে সাকিব বলেন, ভালো খেলার সামর্থ্য আমাদের আছে। শুরু থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই সবার কাজটা ভালোভাবে করতে পারলেই আমরা জিততে পারবো। সাকিবের পাশাপাশি দলের অন্যরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে বছরটা ভিন্নভাবে শুরু করতে পারবে টাইগাররা। অপরদিকে টি-টোয়েন্টি ফরমেটে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড অনেক বেশি শক্তিশালী। দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন মারমুখী ব্যাটসম্যান টম ব্রুস। টি-টোয়েন্টি ফরম্যাটের যার স্ট্রাইক রেট ১৫৬। কোরি এন্ডারসন ও কলিন মুনরোর সাথে মিডল-অর্ডারে দায়িত্ব পালন করবেন ব্রুস। তাদের সাথে ব্যাট হাতে ঝড় তুলোর অপেক্ষায় আছেন বেন ওয়েলার ও নিল ব্রুম। প্রথম দিকে ঘোষিত টি-২০ স্কোয়াডে না থাকলেও, মার্টিন গাপটিলের ইনজুরি দলে সুযোগ করে দিয়েছেন নিল ব্রুমের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে যার স্কোর ছিলো- ২২, ১০৯* ও ৯৭। ফলে টি-টোয়েন্টি সিরিজে ব্রুমের দিকে তাকিয়ে থাকবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু নেপিয়ারের ম্যাকলিন পার্কে। নিউজিল্যান্ডের ষষ্ঠ টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে অভিষেক হবে এ ভেন্যুর। ১৯৫২ সালে তৈরি স্টেডিয়ামে টেস্ট হয়েছে ১০টি, ওয়ানডে ৪২টি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এই প্রথম। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চমবারের মতো মুখোমুখি হবার আগে সবদিক দিয়ে স্পষ্টভাবেই ফেভারিট নিউজিল্যান্ড। কারণ আগের চারবারই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে কিউইরা। ২০১০ সালে হ্যামিল্টনে মুখোমুখি প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে এবং পরের তিনটিতে ৫৯, ১৫ এবং ৭৫ রানে জয় পায় নিউজিল্যান্ড। সর্বশেষ গতবছর মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের ম্যাচে জয় পেয়েছিলো কিউইরা।
বাংলাদেশ দল (সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশিষ রয়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড দল(সম্ভাব্য) : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, নিল ব্রুম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ আজ
স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টি-টোয়েন্টি মিশন শুরু করবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার এবার টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন বছরে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে আবারো নতুনভাবে পথচলা শুরুর লক্ষ্য টাইগারদের। নেপিয়ারের নতুন টি-টোয়েন্টি ভেন্যু ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৬ সালের শেষটা লজ্জা দিয়ে হলেও, বছরের শুরুটা হাসিমুখেই শুরুর প্রত্যয় বাংলাদেশের। নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আবারো নতুনভাবে শুরুর লক্ষ্য টাইগারদের। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনেকটা ওয়ানডে ফরম্যাটেই দলটিই খেলবে। তারপরও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আশা করছেন, ওয়ানডে সিরিজের ভুলগুলো টি-টোয়েন্টি ফরম্যাটে হবে না। পুরনো সমস্যাগুলোকে শুধরে নিয়ে ব্যাটিং-এ আরও ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ। বাংলাদেশ টেলিভিশন আর চ্যানেল নাইন খেলা সরাসরি সম্প্রচার করবে।