ক্রাইমবার্তা রিপোট:পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর পুঠিয়ায় ফসলী জমিতে শ্রেণী পরিবর্তন না করে পুকুর খনন করার অপরাধে ৪ জনের প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন এর সাতবাড়িয়া নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমা নাহার, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক জনস্বার্থে জারীকৃত আদেশ আমান্য করা দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এছাড়া কালেক্টর বাহাদুরের অনুমতি ব্যতিত শ্রেনী পরিবর্তন করে ধানী শ্রেনীর জমিতে পুকুর খনন করার কারণে পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটতে পারে। এ ধরনের অপরাধ যেন ভবিষ্যতে কেউ না করে এই লক্ষে পুকুর খননের স্থান থেকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মৃত সিরাজ এর পুত্র মকছেদ আলী (৩০) ও সৈয়দ আলী (৩৮), বগুড়ার ইব্রাহিমের পুত্র সজল (১৮) এবং নোয়াখলীর ছোটরামপুর গ্রামের আব্দুল¬াহ (২৫) কে আটক করে প্রত্যেকের নিকট থেকে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড করে।#
পুঠিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সুশিল সমাজের পরিচিতি সভা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর পুঠিয়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সুশিল সমাজের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমা নাহার, আওয়ামীলীগের নেতা মনিরুল ইসলাম, শরীফ কাজী, এ্যাড সামাদ, সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল ফজল, উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিজয় ঘোষ (দৈনিক করতোয়া), সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ (দৈনিক সোনার দেশ),কোষাধ্যক মোহাম্মাদ আলী, পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি হাসমত দৌলা (দৈনিক সানশাইন ও সোনালী সংবাদ) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …