ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: দুই ওভারে তিন উইকেটের পতনের পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেই সময় সাকিব আল হাসানের সাথে জুটি বেধে ছিলেন মাহমুদুল্লাহ। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ রানেই সাজঘরে ফিরেন সাকিব। কিন্তু দলের হাল ধরে রাখেন মাহমুদুল্লাহ।
তার দুর্দান্ত ব্যাটিং রানের চাকা সচল রাখে। ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক বাউন্ডারি ও ছক্কার সুবাদে অর্ধশত করেন তিনি।
৪৭ বলে তিন বাউন্ডারি ও তিন ছক্কায় ৫২ রানের চমৎকার ইনিংস খেলে সাজঘরে ফিরেন মাহমুদুল্লাহ।
তার এই কার্যকরী স্কোরের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।
নিউজিল্যান্ডের দুই অভিষিক্ত বোলার বেন হুইলার ও লকি ফারগুসন শিকার করেছেন পাঁচটি উইকেট। সর্বোচ্চ তিনটি শিকার করেছেন লকি ফারগুসন। এক ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন তিনি।