বড়পুকুরিয়া কয়লা খনিতে ১৫ কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগ

ক্রাইমবার্তা রিপোট:মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ  দিনাজপুরের পার্বতীপুরে খনি বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকুরী প্রদানের দাবিকে পাশ কাটিয়ে বিধি বহির্ভুতভাবে বড়পুকুরিয়া কয়লা খনিতে ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫ জন কর্মচারী অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। খনির ব্যবস্থাপনা পরিচালক এসএম নুরুল আওরঙ্গজেব তার সহকর্মীর সহযোগিতায় গত সোমবার (২ জানুয়ারী) গোপনে এ নিয়োগ প্রদানের কাজ সম্পন্ন করে। নিয়োগপ্রাপ্তরা প্রায় সবাই খনির ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের আত্মীয়স্বজন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা জানাজানি হলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 25

আজ বুধবার (৪ জানুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্তদের সংগঠন ‘জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটি’র আহবায়ক মশিউর রহমান বুলবুল স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব অভিযোগ করেন তিনি জানান- ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে খনি কর্তৃপক্ষের ইতিপূর্বে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্থানীয় বেকারদের খনিতে চাকুরী দেওয়ার কথা। কিন্তু খনি কর্তৃপক্ষ স্থানীয়দের চাকুরী না দিয়ে বহিরাগতদের চাকুরী দিচ্ছে। এটা আর মেনে নেওয়া হবে না। দাবী না মানা হলে শিগগিরই কঠোর কর্মসূচী পালনের মাধ্যমে খনি এলাকার জনজীবন অচল করে দেয়া হবে। তিনি জানান এসব অভিযোগ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মসংস্থানের দাবিতে খনি পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত ১০-১২ টি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এলাকাবাসীর দাবি কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে একজন করে শিক্ষিত বেকার যুবককে খনিতে চাকরী দিতে হবে।

সর্বশেষ গত বছরের ২১ নভেম্বর এলাকার কয়েক হাজার নারীপুরুষ চাকরীর দাবিতে মানবন্ধন করে এবং খনি কর্তপক্ষকে স্মারক লিপি দেয়।

কিন্তু বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং লিখিত-মৌখিক পরীক্ষা ছাড়াই সর্বশেষ ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগপ্রাপ্তরা অধিকাংশই ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাগুরা, রংপুর ও দিনাজপুর জেলার বাসিন্দা। এদের মধ্যে মোঃ সোহেল, পিতা নুরুল ইসলাম উপজেলা চরফ্যাশন, জেলা ভোলা। তাকে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খনির ব্যবস্থাপনা পরিচালকের নিকটাত্মীয়। এছাড়া, খায়রুল আলম, পিতা আবু সাঈদ উপজেলা শ্রীপুর, জেলা মাগুরা কেও অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খনির উপ-ব্যবস্থাপক সাফায়েত আলী মিয়ার ভাই।

খনির একটি সুত্র জানায়, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ গত সপ্তাহে বদলি হন। নতুন চেয়ারম্যান আবুল মনসুর গত ১জানুয়ারী যোগদান করেন। নতুন চেয়ারম্যান পেট্রোবাংলার কোম্পানীগুলো সম্পর্কে কিছু বুঝে উঠার আগেই গত ২ জানুয়ারী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সুত্রের দাবি, অতিতে কখনই পেট্রোবাংলার চেয়ারম্যানের অগোচরে কয়লা খনিতে এভাবে কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী নিয়োগ দেওয়া হয়নি।

এবিষয়ে জানতে চাইলে খনির ব্যবস্থাপনা পরিচালক এসএম নুরুল আওরঙ্গজেব বলেন- জরুরী প্রয়োজনে অনেক সরকারি প্রতিষ্ঠানের সম্পুর্ণ অস্থায়ী ভিত্তিতে এ ধরনের লোক নেওয়া হয়ে থাকে। আর এজন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তিও লাগে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহেল তার এলাকার লোক হলেও আত্মীয় নয়। তাছাড়া সরকারের উপর মহলের নির্দেশেই এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

চিরিরবন্দরে সাংবাদিককে গুলি করে হত্যার চেষ্টা
পার্বতীপুর থেকে মোঃ রুকুনুজ্জামান বাবুল ঃ
দিনাজপুর চিরিরবন্দরে ্মাদক বিরোধী আন্দোলনের রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ফজুলুর রহমানকে দূবৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করেছে। গুলি ডেমেস থাকায় সে  প্রাণে বেঁচে যায়।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে ফজুলুর রহমান তার বাড়ীর সামনে ভ্যান মেকানিক ইব্রাহিমের দোকানে বসে  গল্প করছিলো এ সময় কালো কাপড় পরা ৪ মুখোশ ধারাী দোকানের ভেতর ঢুকে অর্তকিত ভাবে গুলি করে । তবে গুলি ডেমেস থাকায় কাজ না হলে দোকানে থাকা লোহার কেরেন দিয়ে ফজুলুর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় পরে হাত দিয়ে মাথা রক্ষা করতে গেলে হাতে জখম হয় ও হাত ভেঙ্গে যায়।
পরে পাশের দোকানদার সাইদুর ও ইব্রাহীম গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে যায় ।
এ ব্যাপারে চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান ৬ টি গুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে । তবে গুলি গুলো পূর্বের ব্যবহিত ও ডেমেজ ছিলো গুলিতে কোন বারুদের গন্ধ ছিলো না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
###

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।