দুর্নীতি তদন্তে নেতানিয়াহুকে ফের জিজ্ঞাসাবাদ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে চলমান তদন্তের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।  বিবিসি বলছে, জেরুজালেমে নিজের বাসভবনে নেতানিয়াহুকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গেল সোমবারের তুলনায় এবার কিছুটা বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।  পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পৃথক একটি বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিস্তারিত কোনোকিছু তারা জানায়নি। নেতানিয়াহুর কার্যালয় থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।  দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ বিষয়েই নেতানিয়াহুকে এই জিজ্ঞাসাবাদ। তবে, নেতানিয়াহু আগে 15থেকেই কোনো অন্যায় করেননি বলে কঠোরভাবে দাবি করে আসছেন।  এর আগে, সোমবার তদন্তকারীরা নেতানিয়াহুর বাসভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তিনি গণমাধ্যম ও প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের ‘এখনই উল্লাস শুরু না করার’ বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, “কিছুই হয়নি, কারণ কোনো ঘটনা ঘটেনি। ”  দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে নেতানিয়াহু কয়েক হাজার ডলার মূল্যের ‘অনৈতিক উপহার’ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।  জার্মানি থেকে নতুন সাবমেরিন কেনা নিয়ে আলোচনাকালে নেতানিয়াহুর আইনজীবী বিক্রেতা কম্পানির প্রতিনিধিত্ব করেছিলেন বলে অভিযোগ ওঠে। গেল মাসে এ নিয়ে একটি তদন্ত শুরু হয়।  এ ছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, সরকারি উপহার রাষ্ট্রীয় মহাফেজখানায় জমা না দিয়ে নিজেরা (স্ত্রীসহ) রেখে দেওয়া ইত্যাদি অভিযোগ উঠেছিল।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।