ইবি শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা- ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটি। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 13
শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বিগত সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন ও নব দায়িত্বপ্রাপ্ত সাধরণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বিগত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ। এছাড়াও সাবেক কমিটির সদস্যদের বিদায়ী ক্রেস্ট ও বর্তমান কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন,“সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।