শ্যামনগরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

ক্রাইমবার্তা রিপোট: মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরোঃ গত সোমবার শ্যামনগর  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগীতায় সাজ সাজ রবে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গত সোমবার বিকাল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্না, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন 31কর্মকর্তা জাফর রানা, ইউপি চেয়ারম্যান সমিতির সেক্রেটারী এ্যাডঃ জি এম শোকর আলী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ রউফ, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, কৈখালী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, উপজেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ, বে-সরকারী উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ সকল স্তরের মানুষ উদ্বোধন অনুষ্ঠান প্রত্যক্ষ করেন । এর আগে মেলা সফল করতে সকাল ১০ টায় এমপি জগলুল হায়দার এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ৩৭ টি স্টলের মাধ্যমে বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শিত হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাফল্য তুলে ধরে বক্তারা মতামত প্রকাশ করেন। দিনভর মেলা শেষে সন্ধ্যায় বরেন্য শিল্পীদের অংশগ্রহনে মন মাতানো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে মুুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন

মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরে  জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন এস এম জগলুল হায়দার এমপি। গত ৯ জানুয়ারী সকাল উপজেলা প্রেসক্লাব চত্বরে সকাল ১০ টায় শীত বস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ  সময় শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হয়।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।