ক্রাইমবার্তা রিপোট:রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টীমারের ধাক্কায় ডুবে যাওয়া খেয়ার ট্রলারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয়দের সহযোগিতায় সোমবার সকাল ১০ টার দিকে ডুবুরী দল সুগন্ধা নদীর পোনাবালিয়া এলাকা থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও নিখোঁজ তিন যাত্রীর সন্ধান মেলেনি। নিখোঁজ যাত্রীরা হল- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের শ্রমিক রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫)। এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে সদর থানায় জিডিও করা হয়েছে। এদিকে নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ৪ দিন ধরে স্বজনরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দিনরাত নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন। সোমবার সকালে স্বজনরা নদীতে নৌকা নিয়ে মাইকিং করে মৃতদেহ ভাসতে দেখলে খবর দেওয়ার জন্য নদী তীরবর্তী বাসিন্দাদের অনুরোধ জানিয়েছেন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. গোলাম রসূল জানান, র্দুঘটনার দিন থেকে নিমজ্জিত ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। সোমবার সকালে ট্রলারটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিরা পানির টানে অন্যত্র সরে যেতে পারে আশংকায় সুগন্ধার নদীর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় নৌযান নিয়ে সন্ধান চালানো হচ্ছে, বলেও জানান তিনি। গত শুক্রবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে নৌকাটি শহরের পৌরসভা খেয়াঘাট আসার পথিমধ্যে মাঝ নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টীমার এমভি মধুমতির ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায় এবং ৩ জন নিখোজ হন।
রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে সোমবার বিকেলে বর্নাঢ্য আয়োজনে উৎসবমূখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ওসি শেখ মুনীর উল গীয়াস, শাহ জাহান মোল্লা, মুজিবুল হক কামাল, রিয়াজ উল্লাহ বাহাদুর, মাহাবুবুর রহমান, ভবানী শঙ্কর বল, আল আমিন বাকলাই, শাহ আলম মন্টু, মোস্তফা কামাল সিকদার, মাহমুদা খানম, মশিউর রহমান, ফারহানা ইয়াসমিন লিজাসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।