ক্রাইমবার্তা রিপোট:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
ডিবির পরিদর্শক জানান, সুরুজ আলীকে গৌরমন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পর্যায়ক্রমে তাকে বাকি মামলাগুলোতেও গ্রেফতার দেখানো হবে। তিনি নাসিরনগরের চাপরতলা ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি।
তিনি জানান, সুরুজ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে তোলা হবে।
এর আগে আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে রোববার রাত সাড়ে ৭টার দিকে নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রাম থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, হামলার ঘটনার পরপরই অভিযোগ উঠায় নাসিরনগরের চাপরতলা ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ।
একই সঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরো দু’জনকে সাময়িক বহিষ্কার করা হয়।