ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা- ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মোঃ হারুরন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিতে অংশ গ্রহন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্র্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, রেজিস্ট্রা (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা,কর্মচারী,ছাত্রলীগের নেতৃবৃন্দ। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ উকীল উদ্দীন, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য,প্রকাশনা ও জন সংযোগ অফিসের সহকারী পরিচালক মোঃ রজিবুল ইসলাম।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …