ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল- শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা-
সাতক্ষীরার শ্যামনগরে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্রত নিয়ে আল-হেরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১০ জানুয়ারী সকাল ১০ টায় খানপুর পেট্রোল পাম্পের সন্নিকটে আল হেরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করেন- শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ সিদ্দিকুল ইসলাম (বকুল) এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরকারি মহসিন কলেজের প্রভাষক মোকাররম বিল্লাহ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সেক্রেটারী জাহিদ সুমন, ভুরুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জি, এম, লিয়াকত আলী, সদস্য আঃ সবুর কাগুচী, শ্যামনগর উপজেলা কোর্ট মসজিদের খতিব আলহাজ্জ্ব মাওঃ আব্দুল খালেক, প্রভাষক আঃ হামিদ প্রমুখ। খাঁটি ঈমান, আদর্শে ও নৈতিকতার উৎকর্ষে মেধা ও মননশীলতায়, দেশ প্রেম ও জবাব দিহিতার প্রতিজ্ঞা নিয়ে হিফজুল কুরআন বিভাগ, নূরানী ও নাজেরা বিভাগ, সাধারণ শিক্ষা বিভাগ মাদ্রাসাটিতে শিক্ষাক্রম আনুষ্ঠানিক ভাবে চালু করা হল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক সাইফুল ইসলাম।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …