সদরের লাবসা দাখিল মাদ্রাসার আলোচনা সভায় এমপি রবি দেশব্যাপী শতভাগ শিক্ষার কর্মপরিকল্পনা গ্রহন করেছে সরকার#

ক্রাইমবার্তা রিপোট:১১.০১.১৭:ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের লাবসা দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেবনগর বলফিল্ড প্রাঙ্গনে লাবসা দাখিল মাদ্রাসার প্রস্তাবিত সভাপতি অধ্যাপক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার শিক্ষাখাতকে যুগপোযোগী করে গড়ে তুলতে নানামুখি কর্মপরিকল্পনা হাতে নিয়ে দেশব্যাপী শতভাগ শিক্ষার কর্মপরিকল্পনা গ্রহন করেছে সরকার। তিনি আরো বলেন, শহর থেকে লাবসা দাখিল মাদ্রাসাটি খুবই নিকটে। কিন্তু উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। বিগত সরকারের আমলে মাদ্রাসাটির কোন উন্নয়ন হয়নি। এ সময় তিনি মাদ্রাসাটির সকল অবকাঠামোগত উন্নয়নে আশ্বাস প্রদান করেন। 5
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের লাবসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লা, সহকারি সুপার মাওলানা খায়রুল বাসার, জেলা যুবলীগ নেতা মীর মহি আলম, শেখ আলমগীর হাসান আলম, মাওলানা আব্দুর রশিদ, মো. সিরাজুল ইসলাম ও আব্দুর রব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. ইনতাজ আলী মোড়ল।
 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।