ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরায় আজ বুধবার ভোরে জব্দ করা ভারতীয় ফেনসিডিল গণমাধ্যমের সামনে প্রদর্শন করে পুলিশ।
বিশেষ কৌশলে পানির কনটেইনারে ভরে পাচার করার সময় সাতক্ষীরায় ৬২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে।
আজ বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালি গ্রাম থেকে এসব ফেনসিডিলসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন কালীগঞ্জের সোনাটিকারি গ্রামের শাহীন গাজী ও রায়হান কারিগর।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপপরিদর্শক সনাতন দাস ও সহকারী উপপরিদর্শক বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল কাকশিয়ালি গ্রামের আবুল হোসেনের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তাঁরা সেখানে চারটি নীল রঙের পানির কনটেইনার দেখতে পান। ওই কনটেইনারের ভেতর ফেনসিডিলের বোতল দেখতে পান। একে একে চারটি কনটেইনার খুলেই সেখান থেকে মোট ৬২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত অভিযোগে শাহীন ও রায়হান নামের দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।