বুবলীর প্রিয় রং সাদা, মায়ের কালো

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বুবলী, চলচ্চিত্র অভিনেত্রী। মা জেসমিন আক্তার, গৃহিণী। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথামায়ের সঙ্গে বুবলী। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

বুবলী: সব ধরনের পোশাক পরতে ভালো লাগে। বিশেষ পছন্দ শাড়ি ও গাউন।

 মা: শাড়ি। বেশি প্রিয় টাঙ্গাইলের সুতি শাড়ি।

২. প্রিয় খাবার?

বুবলী: ঝাল-জাতীয় খাবার। মায়ের হাতের ডিমের তরকারি, বড় বোনের হাতের গরুর কালা ভুনা ও মেজো বোনের হাতের রান্না করা ফিরনি পছন্দ করি।

মা: বড় মেয়ের হাতের গরুর কালা ভুনা।

৩. যে সিনেমা ভালো লেগেছে…

বুবলী: বসগিরি, জীবন থেকে নেয়া, লাইফ ইজ বিউটিফুল

মা: ছুটির ঘণ্টা, জীবন থেকে নেয়াবসগিরি

৪. প্রিয় অভিনয়শিল্পী?

বুবলী: ববিতা, জাফর ইকবাল, সালমান শাহ্, শাবনূর ও শাকিব খান।

মা: শাবানা, ববিতা, শাবনূর, বুবলী ও কলকাতার জিৎ।

৫. কার গান ভালো লাগে?

বুবলী: মিতালী মুখার্জি, নচিকেতা, নাজনীন মিমি ও ইমরান।

মা: নাজনীন মিমি, ইমরান, কুমার শানু ও লতা মঙ্গেশকর।

৬. প্রিয় রং?

বুবলী: সাদা ও হালকা যেকোনো রং।

মা: কালো ও গোলাপি।

৭. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?

বুবলী: মায়ের খুব ধৈর্য। এটি বড় গুণ। মাঝে মাঝে আমাদের অতিরিক্ত শাসন করেন। এটা একটু অপছন্দ।

মা: বুবলী প্রাণবন্ত একটি মেয়ে। আমার যত্ন নেয়। এই বিষয়গুলো আমার ভালো লাগে। ঠিকমতো খাবার খায় না। প্রচণ্ড অনিয়ম করে। ওর এই দিকটা আমার বিরক্ত লাগে।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।