৫ জানুয়ারির সরকারের অধীনে নির্বাচন হতে পারে না : শফিউল আলম প্রধান

ক্রাইমবার্তা রিপোট: ২০ দলীয় জোটের শরীক দল জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, কথাবার্তা পরিষ্কার, ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আসীন সরকারকে কেউ ভালোভাবে গ্রহণ করেনি। এটাকে দখলদার সরকার বলে মনে করে সবাই। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না।শফিউল আলম প্রধান (ফাইল ফটো)

৬৯’র মহান গণঅভ্যুত্থানের শহীদ আসাদ স্মরণে আজ বৃহস্পতিবার আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান একথা বলেন।

প্রধান আরো বলেন, অগণিত শহীদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারি না। রাষ্ট্রপতি লোক ভালো, তবে তার সীমাবদ্ধতা অনেক। নির্বাচন কমিশনের বাহানায় বাঙ্গালকে হাইকোর্ট দেখানো হচ্ছে। কারণ কর্তার ইচ্ছায় কর্ম। সুতরাং দেশপ্রেমিক নেতৃবৃন্দ যেন প্রতারণার ফাঁদে পা না দেয়।

তিনি বলেন, অন্য দেশের হাত ধরে গদিনসীন সরকার এখন আমাদের উন্নয়নের মহাসড়ক দেখাচ্ছে। এই মহাসড়কের গন্তব্য ঢাকা নয়, দিল্লী। দেশ এখন কসাইখানার পথে। জেল-জুলুম, গুম-খুন, ফাঁসি ছাড়া আওয়ামী জামানায় দেশবাসী আর কিছুই পায় নাই। এমন বেপরোয়া লুণ্ঠন ও দুর্নীতির ইতিহাস বর্গী, ব্রিটিশ ও পাকিস্তান জামানাকেও হার মানিয়েছে। বুটের তলায় গণতন্ত্রকে পিষে দিয়ে ফিল্ড মার্শাল আইয়ুব খানও উন্নয়নের দশক দেখিয়েছিল। কিন্তু ৬৯’র ঝড়ে আসাদের রক্তে মাখা লাল শার্ট আইয়ুব খানের তখতে তাউজ উড়িয়ে দিয়েছিল। সুতরাং হিল্লী-দিল্লীর দিকে না তাকিয়ে দেশপ্রেমিক জনশক্তির উপর নির্ভর করুন। শহীদ আসাদের মত অগণিত তরুণ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ তারা এই এসরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেবে। দেশপ্রেমিক নেতাদের মনে রাখতে হবে আপোষ ও ষড়যন্ত্রের চোরাবালিতে নয় রাজপথ ও সংগ্রামেই মুক্তি ও বিজয় আসবে।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন, পার্টির সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, মাস্টার এম.এ মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, হাসমতউল্লাহ, আওলাদ হোসেন শিল্পী, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ, ভিপি মজিবুর রহমান, প্রিন্সিপ্যাল হুমায়ুন কবির, যুব সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, সহ-প্রচার সম্পাদক মানিক সরকার প্রমুখ।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।