অবসরের প্রথম দিনে গলফ মাঠে নির্ভার ওবামা

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: টানা দু’বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরের প্রথমদিন বারাক ওবামা গলফ খেললেন। যুক্তরাষ্ট্রের ৪৪তম এই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার সময় নিয়মিত জিম করতেন। অবসরের প্রথম দিন সকালে উঠেও জিমে যেতে ভোলেননি। গলফের মাঠে তাকে সঙ্গ দেন স্পেনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস কস্টস। পরকিউপাইন ক্রিকে ওই গলফ ক্লাবের মালিক কোটিপতি ব্যবসায়ী ল্যারি এলিসন ।21
সাবেক এই প্রেসিডেন্ট দম্পতি প্রেসিডেন্সিয়াল ফ্লাইটে রওনা দেওয়ার পর তা পাম স্প্রিংস’এ অবতরণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্যে নামতে পারেনি। সাবেক এই প্রেসিডেন্টকে একজন সাধারণ নাগরিকের মতই লাগছিল। গলফের মাঠে বারাক ওবামাকে বেশ নির্ভার দেখা গেছে। হালকা নীল রংয়ের আর্মার গলফ জার্সি পরিহিত ছিলেন ওবামা। নাইক মোজা ও সু ছিল তার পায়ে। ধুসর রংয়ের ট্রাউজার ছিল পরণে। মাথায় ছিল ধুসর টুপি।
সিক্রেট সার্ভিসের এজেন্টরা ছিলেন বারাক ওবামার চারপাশে। গলফ খেলার সময় বেশ হাসিখুশি দেখা গেছে ওবামাকে। সঙ্গীদের সঙ্গে আলাপ করছিলেন। অবসরের প্রথম দিনে দক্ষ হাতে তিনি গলফ গর্তে সুন্দরভাবে বলগুলিকে ঠেলে পাঠান তিনি। তবে ১৯টির মধ্যে একটি শট মিস হয়।
গলফ খেলার ফাঁকে তিনি কিছুক্ষণ বিরতি নেন। রৌদ্রকজ্জ্বল দিনে গলফ মাঠে ছোট গাড়িতে বলে ওবামা একটি স্যান্ডউইচ খান। ডেইলি মেইল

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।