কেন্দ্রীয় সমবায় সমিতি’র ৩৬তম বার্ষিক সাধারণ সভায় আ.ফ.ম রুহুল হক এমপি সমন্বিত পল্লী কর্মসংস্থানই পারে দেশকে উন্নয়ন করতে

ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম: বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। তাই শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক সার্বিক বিষয়ে খেয়াল রেখে দেশের উন্নয়ন করে যাচ্ছে। সে কারণে বছরের প্রথম দিন সারাদেশে নতুন বই তুলে দিয়েছে। যা আর অন্যদেশে আজ পর্যন্ত হয়নি। সাথে সাথে স্বাস্থ্য খাতে এসেছে অতুলনীয় পরিবর্তন। অন্যদিকে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে পল্লির মানুষের দারিদ্রতা কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও বৃহত ঋণের ব্যবস্থা করেছে। প্রতিটি জেলা-উপজেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে। একই সাথে ক্ষুদ্র খামার ও শিল্প গড়ে তুলতে সার্বিক 21সহযোগীতা প্রদান করছে। পল্লী উন্নয়ন তথা পল্লীর মানুষের আর্থ সামাজিক অবস্থান মান উন্নয়নে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হিসাবে বিআরডিবি স্বাধীনতার পর থেকে সমবায় পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারী কৃষক এবং মহিলাদের সংগঠিত করে দারিদ্র বিমোচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সারাদেশব্যাপী ব্যপক পরিধি নিয়ে বিআরডিপি আর্থ সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। মঙ্গলবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব ডাঃ আফম রুহুল হক এমপি। অনুষ্ঠানে উপজেলা বিআরডিপির চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত দেবাশিষ সিংহ, যুবউন্নয়ন কর্মকর্তা ইসমো আরা বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ একে এম আনিসউজ্জামান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার মাসুদুজ্জামান, এসআই আশরাফ হোসেন, বিভিন্ন ইউ সিসি এ লিঃ এর সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দরা। এসময় দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিআরডিবির প্রাচিরের ভিতরের আমসহ বিভিন্ন ফলজ বৃক্ষের ফল জোরপূর্বক উপজেলা পরিষদের দখলমুক্ত করার অনুরোধ জানান সমবায় সমিতির সদস্যরা। তাদের দাবির ভিত্তিতে সাতক্ষীরা ৩ আসনের সংসাদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দরা সরকারি প্রক্রিয়ায় উপজেলা পরিষদের দখলমুক্ত করার আশ্বাস প্রদান করেন।  সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

নওয়াপাড়া আওয়ামীলীগের নবগত ইএনও’র সাথে
ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়
মীর খায়রুল আলম: দেবহাটায় নবগত নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দরা। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এ শুভেচ্ছা জানান তারা। শুভেচ্ছা বিনিময় করেছেন নাওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু,  সাধারন সম্পাদক আলমগীর হোসেন (সাহেব আলী), ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর মনিরুজ্জামান(মনি), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মুজিবর রহমান, তাপস কুমার রায়সহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা। এসময় দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ  জঙ্গী-সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূল করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

Check Also

বড়দল সেন্ট জেভিয়ার্স চার্চের প্রধান ফাদার বাবুল বৈরাগীর সাথে জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশারের সৌজন্য সাক্ষাৎ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনে।।বুধবার(২৫ ডিসেম্বর) ক্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।